একটা বিশাল সাকোঁ মিলিয়ে গেছে
দূর থেকে দূরান্তে কোন প্রান্তে।
সাকোঁর ও-প্রান্তে আমাদের ভাবনার
সবর্গ বা নরক সবই বর্তমান।
এ-প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা
ওপারে পৌঁছে যাবার আশায়।
বুক বেঁধে এগিয়ে চলি সাকোঁ বেয়ে
কেউ নিরন্তর পথ দেখাবেন আমাদের।
যদি লক্ষ্য ভ্রষ্ঠ না হই তবেই
ঠিক পৌঁছে যাব। এসে ধরবে হাত।
আমরা মিলিয়ে যাব দিগন্তে
সাকোঁর ও প্রান্তে কল্প জগতে।
রচনাকালঃ ০৩/০৭/২০১৫