ঝর ঝর ঝর বৃষ্টি পড়ে
আকাশ নয়ন হতে
ফুস ফুস ফুস শুসছে বারি
ধরা বুক চিরে।
তর তর তর ফুলছে নদী
বন্যা হবার তরে।
ছপ ছপ ছপ লাফিয়ে লাফিয়ে
ডাঙায় চ্যাঙ-ষোল
গব গব গব গিলছে সবাই
সেই মাছেরই ঝোল।
ঝির ঝির ঝির বৃষ্টি পড়ে
চাতক পাখির তেষ্টা মেটে
টিপ টিপ টিপ বর্ষা কালে
খিচুড়ী পোকড়া দারুন জমে।
রচনাকালঃ ২৭/০৬/২০১৫