বাড়িভর্তি লোক – জন
         আত্মীয়- স্বজন
ঘরে বধু বেশে আমি
         সঙ্গে বন্ধু- বান্ধবী।

হৈ- চৈ- মাইক- বক্স
         ব্যান্ড বাজিয়ে নাচে
রাতে আলোর ঝিকিমিকি ও
          তুবড়ির আলোর ফাঁকে।

নিরালায় বসে আছি আমি
           কার অপেক্ষায়,
সামান্য পরেই সেই মহেন্দ্রক্ষন
           যখন ফুরাবে প্রতীক্ষা।

ব্যান্ড বাজিয়ে গাড়ি চেপে
            মাথায় দিয়ে টোপর
বর বেশে দেখতে লাগছে
            মাথায় পোরা গোবর।

বরন করে তাকে সবাই
            আনলো বিবাহ আসরে
যথালগ্নে সিঁদুর দানের পরে
            যাবে সবাই বাসরে।

এক চিলতে সিঁদুরেতে
            পালটে গেল জীবন
তার সাথে বাধা পড়লাম
            পরের সাত জনম।



রচনাকালঃ ২২/০২/২০১৫