মন ফাগুনের বাড়ি
সুজন বর্মন

ঝুমকো জবা খোঁপায় তোমার বৈশাখী লাল শাড়ী
তোমার সাথে যাবো আমি ভীন গাঁয়ের ঐ বাড়ী।
চাঁদের মতো মিষ্টি হাসি থাকবে হৃদয় জুড়ে
সঙ্গোপনে বলবো  কথা মোহন বাঁশির সুরে।
তোমায় নিয়ে যাবো মেলায় কিনে দেবো চুড়ি,
ভরদুপুরে তালপুকুরে সেগুন তলে করবো ঘোরাঘুরি আসার পথে কোমর বেঁধে আনবো তুলে মটরশুঁটি-
মাঝ রাস্তায় ভাগাভাগিতে তোমার সাথে হবে খুনসুটি
শালুক বনে খুঁজবো শালুক আমরা দুজন মিলে,
আঁচলে ছাঁকিয়া ছোট মাছ ধরবো খালে বিলে।
আম কুড়াবো প্রভাত বেলায় কুড়িয়ে আনবো ফুল-
সেই ফুলের পাপড়ি দিয়ে তোমার গড়িয়ে দেবো দুল
কথা দিলাম বন্ধু তোমায় যাবো না কখন ছাড়ি,
তোমার সাথে যাবো আমি মন ফাগুনের বাড়ি।