স্বামীর মৃত্যুতে স্ত্রীর মৃত্যু এটাই কি নারীর জীবন,
জ্বলন্ত চিতায় নারীকে বলিদান এর নাম সহমরন।
আকাশ বাতাস বিদীর্ণ করে উঠছে অগ্নি শিখা ,
সতীদাহ'র নামে হাজারো নারীকে সমাজ দিলো যে ধোকা।
মেরো না আমায় আমি বাঁচতে চাই অসহায় আর্তের চিৎকার,
কর্কশ কন্ঠে বলে ওঠে, সতী হতে হবে পূর্ণ্য হবে তোর এবার।
অল্প বয়সে হারিয়ে স্বামী গল্প হলো শ্রুতি,
গল্পটা যে কল্পনাতে ও বিষাদময়ী ইতি।
শশ্মানজুড়ে সেদিন ছিলো বাঁচার একটু অভিপ্রায়,
ঢাক ঢোল বাজিয়ে সেদিন জীবন্ত মানুষকে পুড়িয়ে করলো ছাই।
সতী হওয়া ধর্ম যে স্বামীর সাথে সহমরণ কে পায়,
নারীর মৃত্যুতে বেটা তুই ও চিতায় যা, পূর্ণ্য পাবি তাই।