সেই ছোট্ট বেলায় যখন বয়স ছিলো ছয়,
আবদার ছিলো বাবার কাছে
আমার একটা রঙিন চশমা চাই
এনে দিলো বাজার থেকে মস্ত এক চশমা
চোখে দিয়েই চারিদিকে দেখি রঙিন আল্পনা

একদিন দুপুর বেলায় বললো বাবা ডেকে
খোকা একটা কথা বলবো আমি তোকে
বাবা আমার একটা চশমা এনে দিবি
চারিদিকে দেখি যেন সাদা কালো ছবি
সেই কিনে দিয়ে ফ্যাকাসে এক চশমা
আমি বিদেশে দিয়েছি পাড়ি,
বাবা চলে গেলো দূর অজানায়
আমার ফেরা হয়নি আর বাড়ি।

আজ আমি বসে বাড়ির উঠোনে
রঙিন বিকেল বেলা,
অদূরে আমার ছেলে বসে একা
খুশিতে করছে খেলা ।
চোখে দিয়ে সেই ফ্যাকাসে চশমা
নীরবে হারিয়ে বল,
চোখ হতে শুধু গড়িয়া পড়িল
দু'ফোটা অশ্রু জল ।