মাটি দিয়ে তৈরী পুতুল নাম তার প্রতিমা,
রক্তে মাংসে গড়া মানুষ সবই তাঁর রচনা।
তৈরী পুতুল নেই যে প্রাণ গড়েছে এক কারিগর,
অবলীলায় প্রাণ প্রতিষ্ঠায় করছে যে পরমেশ্বর ।
আত্মা হলেই পুড়বে তুমি মানুষ হবে খাঁটি,
এ জনম নয় পর জনম নয়- শরীর সে'তো মাটি।
ভেবেছ আমায় মাটির পুতুল, ভাঙবে আর গড়বে!
বিদায় বেলায় আমার তরে তোমার নয়ন ভাসবে-
পুতুল খেলার পরে আমরা দেই যে তাহা বিসর্জন,
ভবের মায়া সাঙ্গ করে মানুষ পুতুল শশ্মানেতে সমার্পন।