দৈনন্দিন নিঃশব্দতা, আচ্ছাদিত নালিশ,
জর্জরিত অনুভূতি, মোদের হৃদয় আজ কি মুক্ত?
ঠাণ্ডা কাঁচের ঘরে, প্রগতির মায়াজালে,
নিরুপায়, তাও সুপ্ত বাসনা, ভাত আর এক বাটি শুক্তো।

কাগজে কলমে উচ্চশিক্ষিত লোকজন,
একত্রিত কোন অনুষ্ঠান বাড়িতে,
শিক্ষালাভের পরিচয় আহারের সময়,
পাশের পাত্রে মাছের আকার কত বড়!

বঞ্চিত প্রতিবার, সহজ সরলদের হাহাকার,
নতুন যৌবনের অনুভব, তুষারের মতো শীতল,
আধুনিক প্রেমের অর্থ অজানা, আলোকিত কোনো রেস্তোরাঁয়,
নকল আবেগের আদান প্রদান, সাক্ষী কিছু মরা মুরগি।

কবিতা সমালোচনার সভা বোধহয় নয়,
তবুও কলম লিখতে চায়,
কারণ হয়তো বেকারত্ব,
কারণ হয়তো নিষ্ফলতা।

দেহের দুয়ারে, কড়া নাড়ে যখন চাঞ্চল্য,
চাহিদা জীবন সঙ্গীত, ক্ষুধা জড়বাদী সাফল্য।।