প্রসঙ্গগত আমি তাকে আদি অন্ত ভালোবাসি
তীব্র রকমের ভালোবাসাটা শুধু আমার কাছেই আছে,
অথচ সে আমাকে অদ্ভুত অবিশ্বাসে পুড়ে মারে
এত ভালোবাসি তবুও সে বারংবার প্রশ্ন যাচে।
হয়ত ভালোবাসে কিংবা বাসে না
যাযাবর জীবনে সে দাগ কেটে আছে ঢের গভীরে,
সে হয়ত স্পষ্ট সুখময় জীবনে আছে
অথচ আমি ই পুড়ছি অবিশ্বাসের রোষানলে।
কি করলে সে বিশ্বাস করবে
ভেবে ভেবে বিশ্বাসের কষাঘাতে আমার নাভিশ্বাস,
তাকে অনেক ভালোবেসে ও আপন করতে পারিনি
কারন শিরোনামে "অবিশ্বাস"।
*****************
বিলাসিতায় আমার মরন হয়েছে
মরে গেছে অন্তর আত্মা,
শুধু একজন কে নয় সবাইকে ভালোবাসি
এটাই ছিল আমার জীবনের প্রেতাত্মা।
প্রেমিকের বন্ধু থাকতে নেই
প্রেমিক মানেই লম্পট একটা সত্তা,
ভুল ছিল তীব্র বিশ্বাস করা
অথচ অবিশ্বাস কে দোষ দিচ্ছি অগত্যা।