অধিকার দাওনি বলে
কখনো সামনে যাইনি,
ভেবোনা হেরে গেছি
শুধু তোমাকে পাইনি।
নেত্র আলেক্ষণে
তুমি তো আছো সর্বদা,
হয়তোবা জানোনা
তুমি কতটা প্রিয়ংবদা।
অধিকার দাওনি বলে
তোমাকে আদায় করিনি,
ধরার জীব জড়ের কাছে
প্রসংগ তুলিনি।
নিভৃতে তোমার জগত ঘুরি
আমার জগতে তুমি,
আমার জগতের রংমহলের
রাজকন্যা তুমি।
অধিকার দাওনি বলে
তোমাকে স্পর্শ করিনি,
একগুচ্ছ গোলাপ শুকিয়ে গেছে
তবু তোমার সামনে ধরিনি।
আলাপচারিতা গুলো পিঁড়া দেয়
তবু নতুন আলাপন নেই,
কত বজ্রতাড়না উন্মাদ হয়
তবু সান্ত্বনা দেই আমি আমাকেই।
অধিকার দাওনি বলে
গা ঘেঁষে কখনো বসিনী,
জোড় করে তোমার ছায়াকে
করেছি বন্দীবাসিনী।
আমার জগতে তুমি প্রেমময়
সদা প্রেমে ব্যকুল করো,
বাস্তব জগতে আমার সাথে
শুধু খুঁনসূটিটাই করো।