আমরা নিল্লজ্জ্বতায় দিয়েছি ডুব,
কত দিবস,
কত অ্যাপস,
হাজার হাজার ইমো,
মজা নিচ্ছি খুব, খুব।
আমার দেশে বাড়ছে ধর্ষন,
মা বোন,
শিশু কিশোরী,
অনেক প্রতিবন্ধী ও,
পশুদের ঘোলা চোখের আকর্ষন।
আমার দেশে বানের জল,
নগর অতল,
ভিটেমাটি অতল,
ঘরহারা বানভাসি,
আমার দেশেই পাহারের ঢল।
বৃদ্ধ বাবা মা করে পুত্রের দাসত্ব,
সুদ ঘুষ বেকারত্ব,
রাজনীতির রাজত্ব,
আমার দেশেই যুবক যুবতী খোলামেলা উন্মুক্ত।
ধিক আমাদের ধিক,
আমরা কতটা নির্বিক!
চেয়ে থাকি চতুর্দিক,
চেয়ে থাকাই অনধিক।
ফেসবুক ভাইবার ইমো,
মেতেছে নতুন প্রজন্ম,
ইতিহাস ভুলছি আজন্ম,
ভার্চূয়াল জগতের নানা অকর্ম।
ধিক্কার আমাদের শত,
আছি যে যার মত,
স্বার্থের স্বাদে রত,
কান্না দেখছি কত!
মানূষ ক্ষণস্থায়ী,
কর্ম দীর্ঘস্থায়ী,
মানুষ অস্থায়ী,
আমি অস্থায়ী।
তীব্র ক্ষমতা,
বিপন্ন মানবতা,
সর্বত্র স্বার্থপরতা,
আমি ও যথা তথা।