সন্ধা নেমেছে সেই কবেই ,
রাতের আকাশে গোল চাদটার আবিষ্কার এখনো হয়নি,
আম্রকাননের ভিতর দিয়ে আমি হেটে চলেছি,
অন্ধকার,  
ঝি ঝি পোকার ডাক,
আমি ভয় পাইনি, ঘাবড়ে গিয়েছিলাম মাত্র।
দুর বাতায়ন থেকে হারিকেনের আলোটা নিভু নিভু মনে হচ্ছিল,
আর মনে হচ্ছিল এই বুঝি গোটা পৃথিবী আমাকে সমেত অন্ধকারের কড়াল গ্রাসে গলাধঃকরণ করবে।
আমি ভয় পাইনি, ঘাবড়ে গিয়েছিলাম একটু।
আম্রমুকুলের ঘ্রাণ আমার কাছে মনে হচ্ছিল নাসিকা তুফান,
আমি কখনো তো মুকুলের ঘ্রাণ খুজিনি!
তবে আজ হঠাৎ ই এ ঘ্রাণ আমার হৃদয়ে গ্রেনেডের পোড়া গন্ধ মনে হচ্ছে!
তবুও আমি ভয় পাইনি, ঘাবড়ে গিয়েছিলাম কিছুটা ।
ঘাবড়ে গিয়েছিলাম নিশি বিহঙ্গের পতপত শব্দে,
অথচ আমি অনেক পাখিকে খাচামুক্ত করেছি উড়বে বলে পতপত করে।
হঠাৎ ই শনশন আওয়াজ হৃদয়ের প্রতিধ্বনিরুপে কানে বাজে!
কুচকুচে কালো সজারুর চোখ দেখেও আমি ভয় পাইনি
ঘাবড়ে গিয়েছিলাম তৎক্ষনাৎ ।
আমিতো বড় হয়েছি
আমভুতের ভয় এখন নাই।
তবুও মায়ের কাছে শোনা আমবাগানের ভুত আমার স্মরণে চেপে বসেছে।
তবুও আমি ভয় পাইনি,
পচা ছেলেটির মত দোদুল্যমনা থেকে কবেই যে মুক্ত হয়েছি।
তাইতো মুক্ত স্বাধীন হয়েই আম্রকাননে রাত্রিতে বিচরণ করেছি
আমি তো ভয়কে জয় করেছি
তাই আমি ভয় পাইনি,
তবে হ্যাঁ আমি ঘাবড়ে গিয়েছিলাম সত্যি!!!!!!!