তুমি বৃষ্টি হলে আমি হব হাওড়ের খেয়া মাঝি
তুমি পাহাড় হলে আমি হব ভয়াল গিরি
তুমি সমুদ্র হলে হব আমি অতেন্দ্র প্রহরী
যদি পাই তবুও তোমার সান্নিধ্য
জনম ভেবে যায় যে জীবন
ফুড়িয়ে আদিম কলহের জেরে
যে কলহে বিরাজ নেই যে তাহার
জারুল ফুলে মেটাবো সে আজ..
চুকিয়ে দেব সকল লেনাদেনা
আর কখনো থাকতে চাই না হিয়া
কখনো কারো কাছে কোন দেনা
সময় এসেছে সব চুকিয়ে, মিটিয়ে
শেষ ক্লান্তে বিদায় নেবার
বিষাদ মনে নেব না বিদায়!
আর চাই না ফেরত আমার কোন পাওনা
শূন্যতায় ভেসে ফিরে ফিরতে চাই মাটির কূলে
যেথায় থেকে যাবে সমাধি...
সেথায় আজ দিতে হবে রওনা
যে সমাধি হবে কারো অশ্রু ঝরে যাওয়া কারন
আমি করে যাচ্ছি তাও সমাধি কূলে
সে জনে অশ্রুসিক্ত হওয়া বাড়ন
ভবের কূলে আর নেই তো স্বাদ
সবি ছেড়ে যেতে হবে দেহ সঙ্গে
যে ভূমিতে হয়েছিলাম ভূমিষ্ট
কখনো করতে চাই নি সেথা পাপ,
করতে চাই নি সেথায় নিজেকে পাপিষ্ঠ
এ পন সাথে করেছি জীবন পথে চলা
হই নি বিচলিত জুড়ি মেলা ভার
শেষ নিদানে হয় যেন এই ভূমি আমার জন্য কমল
এ মোর চাওয়া হয়ে থাক চিরকাল!
রচনাকাল : ১০/০৭/২০২৪
দুপুর ১ টা বেজে ০৮ মিনিট।
ধন্যবাদ প্রিয় পাঠক