অকারণে ঝড়ে যায় কতো শিশুর প্রাণ
গাজার নুড়ি পাথরের রাজপথে, রাস্তায়!
বিচার দিনে কী জবার দেবে বিশ্ব নেতারা?
প্রতিটি শিশুর বাঁচার অধিকার হরনে মত্ত
নীল রঙের প্রতীকী সয়তানেরা।
মানুষ হয়ে জন্ম নিয়ে এই ছিলো দেখার?
আহা মানবিক মানবতা দৃষ্টি উদারতা,,,
আজ কোথায়, কোথায় সেই জলপাই পাতার
শান্তি প্রতীকের কার্যবিধি, বাস্তবতা?
ফিলিস্থিনি নিরহ শিশু নারী, সূর্য সন্তানেরা
তোমারদের এই দূরদিনে কেহ রইলো না
পাশে, দু:খ ভাগ করে নেওয়ার সঙ্গী!
মানবতার উদারতার দৃষ্টি আজ কোথায়?