কি হচ্ছে সাত সকালে
রান্না ঘরে কিসের আওয়াজ,
সাত সকালেই ঠনঠনানি?
কে বলেছে তোমায় শুয়ে শুয়ে
করছো কেন ভ্যানভ্যানানি?

খোকার যাবে ঘুম ভেংগে
কে বলেছে ভোরে উঠে
বাসন মাজতে পাতিল ধুতে?

কাজের বুয়া আসে নি আজ
বিছানা ছেড়ে  আপিস যাবে
গিলবে কি সে খেয়াল আছে শুনি?

ঠান্ডা লুচিতে হয় না বাপ ব্যাটার
চারটের বদলে দুটি পেলে
তখন কেন শুরু করো
বাপ ব্যাটায় মিলে প্যানপ্যানি?

সকাল বেলায় আলসি ভেংগে
বাজার যাবে তরু তরকারি কিনে আনবে
সে বাদ দিয়ে হচ্ছে টা কী
কী সমস্যা হয় বলো দেখনি?

খাওয়াবো আজ কাচা লুচি
বুঝবে আমি কেমন গিন্নি।
গাধার খাটনি খাটি আমি
সকাল বেলা রান্না ঘরে,,
দুপুর হলে ঘাড়ে চাপে কাপড় ধোয়া
সন্ধ্যা হলে ঘর গুছানি,
তভুও কতো কথা শুনি,,!?

বাপ ব্যাটা বাসায় ফিরে
শুরু করো হই হুল্লোড়
মাঝে কেন আমায় দেখে
দুজন কর কানাকানি?

রান্না আজ বন্ধ থাকবে
এই বলে দিলুম
আর পারছি না যে আমি।
ও গিন্নি কী হয়েছে
রাগ করছো কেন শুনি?
পারবো না আমি রান্না করতে
আজই যাবো ব্যাগ বুসকা ঘুছিয়ে বাপের বাড়ি,

খোকা যাবে আমার সাথে
কাজের বুয়ার বিদায় আজই
একলা বাড়ি থাকো এবার
বুঝবে এবার খুধার ঠ্যালা,,

না খেয়ে পড়ে থাকতে হবে
কে রান্না করে খাওয়ায় দেখবো আমি।
এটুক রাগ না থাকিলে
ঘোষ বাড়ির মেয়ে নইতো আমি,,,!

আজ একটু ব্যাতিক্রম ভাবে হালকা অনুধাবন করার মতো  বিনোদনমূলক কিছু লেখার চেষ্টা করলাম।
রচনাকাল : ১৭ই জানুয়ারি ২০২৪
রাত ১১ বেজে ৩৩ মিনিট। ধন্যবাদ প্রিয় পাঠক।