যা চায় এই আঁখি দুটি মনে,তা তুমি ভাবো
দিন ভর রাত্রি সারাক্ষণে......
পাইতে চাও তার সন্ধ্যান নাহি সন্ধিহানে
অলস বিকেল গ্রীষ্ম খড়খড়ে মৃত বনে
না পাওয়া ইচ্ছের সাথে মূহুরমূহুর যুদ্ধ রণে।
কে বলে কারা বলেছে নিন্দুক পায়ে শোভা মেলে
থাকে তপ্ত শ্বাস নিজের না হতে পাওয়া নাভিশ্বাস
যা নয় আপন সেটা দাবি করার চেয়ে ভালো নয় কি
ভুলে গিয়ে ক্ষমার চোখে দেখা সংসার মেলে থাকুক
মেলে থাকুক এই ত্রিভুবনে.....
অভয়নগর রাজ্যে যদি নাই থেকে থাকতো ভয়,
তাহলে সে রাজ্যের রাজা নয় কেন সেপাই ছাড়া রাজ দরবারের সিংহাসনে.......
নগরীর পুরাতন জানালা আঁকড়ে বেয়ে ওঠা মাধুবী লতার প্রেম, পৌছে যাক দেশ হতে দেশান্তরে।