ঈদে মিলাদুন্নবী
আরবিয়াফ খান আহাদ।
তুমি এসেছিলে যবে
সেদিন হেসেছিল তামাম ভবে
পুলোকিন্তু হয়েছিল বিশ্ব
সেদিন, পাহাড়,পর্বত নদী
আনন্দে হয়েছিল আত্নহারা
তোমার আগমে কম্পিত হয়েছিল
জালিম বাদশার সিংহাসন,
আধার মুছে ঘুচেছিল আলো।
আরবের দুলাল হয়ে
এসেছিলে মা আমিনার ঘরে,,!
দিয়েছিলে কল্যানের দাওয়াত
প্রতিষ্ঠা করেছিলে ইনসাফ
জুলুম থেকে মুক্তি করেছিলে
জালিমদের কৃতদাস-দাসী
হক প্রতিষ্ঠা করে ছিলে
দেখিয়ে ছিলে সত্যের পথ
ব্যাভিচারীদের থেকে পেয়েছিল
সকল জুলুম সহ্য করে আসা বন্দি
অন্যায়ে আচ্ছন্ন আরব -----
পরিচ্ছন্ন হয়ে, হয়েছিলো পুস্প সরব।
আরবের আকাশে বাতাসে বয়েছিল
মেস্কামবরের সুগন্ধি মিশ্রিত হাওয়া
ওগো খাতামুন নবী তোমার এই শ্রেষ্ঠত্ব
মোদের আজ গৌরব,
মোরা আজ আনন্দিত
আজকের দিনে তোমার আগমনে
সকল পাপ হয়েছিলো তোমার
দাওয়াতে পরাস্ত,প্রতিহত!
তুমিই শ্রেষ্ঠ দাওয়াতে, দীনে,
তুমিই শ্রেষ্ঠ মানব পৃথীবিতে
শান্তি প্রতিষ্ঠায় অন্ধকার হতে
মোদের আলোপথ প্রদর্শীত করে।
তোমার আগমনে জগৎ ধন্য
ধন্য সকল মাখলুকাত,
জীবনে মরণে শেষ বাক্য
বিশ্বাস থেকে যায় যেন মোদের কলেমায়!
তোমার শাফায়াত ছাড়া হবে না যে কেউ
পারাপার পুলসিরাত
ওগো নবী বিচার দিনে পাই যেন-
সকলে তোমার শাফায়াত।