**দেশাত্মবোধ**
আরবিয়াফ খান আহাদ
পাখির চোখে বাংলাকে দেখি
বাংলা অপরূপ
বাংলা আমার মাতৃভাষা
বাংলায় পাই খুজে সুখ ।
বাংলার মাটি, বাংলার কাদা
ঘ্রাণে পাই খুজে সেই শহিদ,
যে শহিদদের মন ছিলো সাদা
রাজপথ জুড়ে ফুটেছিল কৃষ্ণচূড়া!
তাদের ত্যাগই আজ মোদের অর্জন
তাই হতে দিব না বাংলা ভাষা
কোন অপশক্তির কাছে বিসর্জন,
আমার মাতৃময়ী বাংলা মায়ের
এই অর্জন না হোক যেন
নিল মানুষের নীল উপার্জন,,।
যাদের প্রাণের বিনিময়ে
পেলাম মোরা স্বাধীনতা
তাদের যেন হতে দেই না কখনো
ছোট, কখনো অমান্যতা!
আমরা যদি দেশকে ভালোবাসি
শহিদদের আত্না তবেই খুশী।
তাদের এই মহান আত্নদান
হতে দিবো না কখনো বলিয়ান!
হতে দেবনা না এই বাংলায়
কখনো কালো রাত---
দেশের তরেই জীবন রাখবো বাজি
তবেই আমরা স্বার্থক, তবেই মহীয়ান!
রচনা সময়কাল
১৮,০৭,২০২৩.
অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় পাঠক-পাঠিকাদের জন্য।