সকাল সাজে সূর্যের আলোয়
ভোরবেলা পাখির কিচিমিচি
দুপুরের উঠানে রোদ চলে যায় আজ বাদল বৃষ্টি!
মায়ের কাছে শুনে,
ও বড় খোকা শুকাতে দেওয়া কাপড় ওঠা,
সামলা শুকানো আমের আচার,
পূবের আকাশ ডাকছে মেঘে!
দখিনের দুয়ারে পড়লো শিল!
হয়ে গেলো গুরি গুরি..
বজ্রের আজে আকাশ কেঁপে.. থমকে গিয়ে বৃ্ষ্টি।
উষার দুয়ার অন্ধকার হয়ে.. চোখে ঝাপসা দৃষ্টি।
চোখ যায় উঠান পাশের নারিকেল গাছে দৃষ্টি।
আজ বাদল বৃষ্টি।
পথিক মাথায় ছাউনি খোজে..
ভিজে সেই দৃষ্টি,চোখে ঝাপসা সৃষ্টি।
আজ বাদল বৃষ্টি!
খোকা ঘুমায় মায়ের কোলে,
বজ্রের আজে মায়ের চিন্তা
এই বুঝি খুলে যায় খোকার দৃষ্টি,
আজ বাদল ঘনঘটা বৃষ্টি।
কলার পাতায় শির বেয়ে ঝড়তে থাকে পানি
আজ আকাশে কেন, এত হানাহানি?
আষাঢ় মেঘ কেশ কালো,
তবুও কেন লাগে মনে বাদল বৃষ্টি ভালো।