(১৯)
গজকাঠির মাপ থান কাপড়ে
সাগরের মাপ পাহাড় দিয়ে
তুচ্ছ আমি এমনটা যে
মাপের যোগ্য নস্যি নিয়ে
কিন্তু সদা মাপছি আমি
আমার মাপক দিয়ে তাকে
বাঁধছি আবার জোরসে সবায়
মাপতে তাকে নস্যি দিয়ে।
(২০)
তোমার বোধের অন্ধকারে
হারাই আমি পথের দিশা
তোমার মেঘের গুমোট ঢলে
গুলিয়ে যায় দিবস-নিশা
সরাও তোমার গুমোট আঁধার
ছড়াও আঁখির রশ্মি এবার
বন্দি হবো মন-হরষে
না হয় মিটাই জীবন তৃষা।