(৮)
এক চোখে ওই কাবার গিলাব
         অন্য চোখে বারবনিতা
দোলনা হতে গোর শয়নে
         কতোই চলে রোজ ভনিতা
তাই তো বলি দাও না ঢেলে
একটি গেলাস দ্রাক্ষার রস
হাজার চোখের দৃষ্টি মিশে
         এক চোখেতে হোক না মিতা।

(১৪)
ভ্রমর সকল ভ্রমে পড়ে
         ঠাঁই নিলো ওই অক্ষি কোণায়
আকাশ ভেবে বাষ্প, সাগর;
         মেঘ জমাল চুলের গোছায়
আমার প্রাণের বাষ্প যতো
জমে জমে হিমেল হোথায়
মহান সবই ক্ষণিক আসে
         করিসনে ভান ডুবতে দে হায়!