আইছো বাছা ঢাকায় আইছ
বেছ করিছ বেছ
ছোল কোটির বাংলাদেছটা
আজব একখান দেছ।
হগল জেলার হরেক মানুছ
এই ছহরটা ঠাছা
কোনোমতে নিয়া ফ্যালো
ছোট্ট একখান বাছা।
ভিক্ষা করলেও করবার পারো
রাজায়ও নাই মানা
চাইলে তুমি হবার পারো
ছয়তানের এক ছানা।
চাইলে তুমি জন্তু হয়ে
ছবাইকে দাও তাড়া
চাইলে আবার মানুছ হয়ে
যাবার পারো মারা।
প্যাটের দায়ে চুরি করে
জীবন দিবার পারো
থানার ছাথে আপোছ করে
চাইলে ছহর কাড়ো।
চাইলে তুমি বস্তি-খোপে
পচে মরতে পারো
চাইলে আবার একছ বাড়ি
কেড়ে নিবার পারো।
চাইলে তুমি বিদ্বান হয়ে
টকছো দিবার পারো
বই-খাতা ছব ছিঁড়া ফেলে
চ্যানেল দিবার পারো।
চাইলে তুমি মন্ত্রী হয়ে
চান্দে জমাও পারি
তোমার ঘরে ভিড় জমাবে
কতো নর আর নারী।
হাহা হাহা হাহা হাহা
হাছি আসছে ঠেলে
ভিনদেশিরা করতো কেমন
এমন দ্যাছটা পেলে!
একই ধর্ম একই বর্ণ
একই মায়ের ভাছা
নীতি কথার ধার ধারি না
দ্যাছটা খামু কাঁচা।