(৪২)
বিশ্বাস ঘায়ে আজও রে তুই
রক্তগঙ্গায় সাঁতার কাটিস
জীবনবাদের মেলা রে তুই
অক্ষি অগোচরে রাখিস
লক্ষ বছর বাঘের মতো
কাঁচা মাংশে দন্ত বিঁধিস
আত্মজ্ঞান হায় খুঁজলি নারে
হৃদ-আকাশে পাঁচিল গাঁথিস।
(৪০)
চাইনি কভু আনলে তবু
বিস্ময়ের এই দরবারে
এসেই শুনি পুষ্প আবার
অনল রাখা পরপারে
মায়া মরিচিকা আবার
মন্দ ভালোর ফিরিস্তি
কে চেয়েছে আসতে হেথা
নীরিক্ষার এই কারবারে!