বিড়ি খায় দাদুভাই আর কাশে খক খক
দাদী মায় বাধা দেয় করে শুধু বক বক
এই বুঝি যায় প্রাণ
দম নিয়ে ফের টান
ধোঁয়া উড়ে ভরে ঘর গন্ধেতে ভক ভক।
অভ্যাসে দাস ভাই তাই বিড়ি টানা চাই
চা’র সাথে চিনি চাই জর্দ্দাতে পান তাই
অবশেষে একদিন
বুক করে চিন চিন
ঘুরে মাথা পড়ে যায় খুকিদের দাদুভাই।
বুক নাড়ি দেখে তার সোজা বলে ডাক্তার
এতো বিষ শরীরেতে বাঁচবে না বেশি আর
শুনে দাদু হায় হায়
চাপড়ালো মাথাটায়
বিড়ি চিনি পান নয় বেঁচে থাকি যদি আর।