পাঁচতলার জানালা থেকে এঁটো খাবারের একটা পুটলি পড়ল
একটা নেড়িকুত্তা আর এক টোকাই সমান ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে পড়ল
টোকাই পরাজিত
গ—ড়—র গ—ড়—র গর্জনে তাড়িয়ে দিলো টোকাইকে
দাঁতহীন, নখহীন, শ্রীহীন এই জীবকে
সমীহ করার কোনো মানে খুঁজে পায় না এই কুকুর
যেমনটা সমীহ করে চলে মানুষকে
ওরা দুজনে যে সম-বিছানায় ঘুমায়, খায়, প্রাকৃতিক কাজ সারে
ওরা একই সুবিধাভোগী, স্বার্থান্বেষী- প্রতিদ্বন্দ্বী।
সেদিন সন্ধ্যাবেলা ডাস্টবিনের পাশে
একটা রক্তাক্ত লাশ দেখা গেল
একটা নেড়িকুত্তা অস্থিরতায় লেজ নাড়াচ্ছে-
চোখে বিস্ময়, মায়া, কিংকর্তব্যবিমূঢ়তা।
একটু আগে দামী গাড়ির অভিজাত এক নারীর গলায়
তিন আঙুলের ছোবল ছুঁড়েছিল এই কীট!