পথ চেনা নেই
তোমার দেখানো পথে তোমার সাথে
তোমারই হাত ধরে হাটিহাটি পাপা করে
সকল ক্লান্তি ভুলে, সবকিছু পিছু ফেলে
এত দূর কোন নতুন বাঁকে দুজনে এসে
তুমি বললে, ’আমার আর পথ চেনা নেই’।
সহসা নিশ্চল,তুমি থমকে গেলে দাঁড়িয়ে
আমি তো গেলাম চমকে তুমি কি জাননা
আমি তো তোমাতে কখন গেছি হারিয়ে
এই বুঝি শেষ জীবনের যত চাওয়া পাওয়া
তুমি বললে, ’আমার আর পথ চেনা নেই’।
সবে তো যাত্রা শুরু, মোহনা অনেক দূর
তুমি তো তুমিই ছিলে নাকি অন্য মনচোর
যে দিকে তাকাই শুধু মনে হয় নিশি ঘোর
তোমার এমন তরো বাহানা প্রাণে সয়না
তুমি বললে, ’আমার আর পথ চেনা নেই’।
মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা
০৬/০৯/২০১৬ ইং