পান্থ পথিক
ঘুমেই ছিলাম,
কেন যে ঘুম ভাঙলো
নিজেই জানি না,
সে কি চোখের না মনের
কার মর্জি তাও জানি না।
মনে করবে কেউ একজন
এই নিশিতে, হয়তো তাই
নীদ নাহি আঁখি পাতেে
এতো রাতে গভীর নিশিতে
জেগে একা একা
হৃদয়ে শত কথার বকাঝকা,
এখন যে অনেক রাত
চারিদিকে নিঝুম নিশিথীনি
কাকে ভাবী বসে একাকিনি
বাতায়নে বসে ঘুমন্ত প্রাচ্যের
শহর টরন্টোতে।
ইচ্ছে করে গান করি
সুরে কিংবা বেসুরে
কেউ শুনতেও পারে
থাকুক না যতই দূরে
বসে যে জন প্রাণ কেড়ে
হয়ে অনড় যেন পাথর
টলে না সে একটুও,
কিছু হওয়ার সুযোগ নেই
টলেই বা লাভ কি
মন্দ কি ভালো থাকি
পান্থ পথিক দুজনেই।
মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা
১৪/০৮/২০১৬ ইং