ঈদে আর বাড়ী ফেরা হয়না
আগের মতো নাড়ীর টানে
প্রতি ঈদে সকল পিছু টান
উপেক্ষা করে, মায়ের টান
বাসের, ট্রেনের উপরে উঠে
রিক্সা করে, কখনো পায়ে হেটে
পায়ে চলা সেই মেঠো পথ ধরে
গাঁয়ের টানে, সব পিছু ফেলে।
পৃথিবীতে নেই সে মা জননী
কেউ রয়না দাঁড়িয়ে দোয়ারে
অপেক্ষায়, গভীর নিশিতে
নিবু নিবু মাটির পিদিম হাতে
আসবোই হোকনা শেষ রাতে
কোন দিন মায়ের কোন বায়না
থাকে না, বায়না শুধু একটাই
আমি না আসলে বরবাদ ঈদটাই।
মধু মাসের ফলাদি পঁচে-গলে যায়
রাখিত মা আমার আসার আশায়
ডালের ফল ডালেই পেকে ঝড়ে পড়ে
পাখ-পাখালি মিলে সব সাবার করে
আমার আসার আশা তবু রয়ে যায়
আজই আমি আসবো মা বুঝে যায়,
এখনতো প্রবাসে, ঠিক যেন বনবাসে
আর বাড়ী ফেরার কোনই আসা নেই
যেখানেই থাকি ঈদ হবে সেখানেই।
বড়ই ইচ্ছে করে গাঁয়ের এ বাড়ি
ও বাড়ি, ঘুরে বেড়াতে স্বজন সনে
কুশল জানাতে ও কুশল জানতে
খালি পায়ে হেটে সবুজ ঘাসের ‘পরে
মাঠ পেড়িয়ে ওদের বাড়ী যেতে
যাদের আজও পারিনা ভুলিতে
এতকাল পড়ে বিদেশ বিভূঁইয়ে।
মোঃ আতাউর রহমান
টরন্টো, ক্যানাডা
০৯/০৭/২০১৬ ইং