(কবিতা/গান)

দখিন হাওয়া বলে দেনা রে
সে আমায় ছাড়া থাকে কেমন করে
সে তো খুঁজ নেয় না কোন দিন
কি করে আমার কাটে প্রতিদিন
দখিন হাওয়া বলে দেনা রে
সে আমায় ছাড়া থাকে কেমন করে।।

তার দুই নয়ণে রঙিন কাচে রঙিন দুনিয়া
তার হয় না সময় ভাবতে একটু আমাকে নিয়া
আমি তো আমারই হবো না হয় হবো তার
সে ছাড়া এই ত্রিভূবনে কে আছে আমার
দখিন হাওয়া বলে দেনা রে
সে আমায় ছাড়া থাকে কেমন করে।।

রাত জেগে রই দিন কাটে না বড়ই একেলা
এই সুযোগে পাড়ার ছেলেরা জ্বালায় যে মেলা
আমি নিশ্চিত সে আমায় ভুলিতে পারে না
জানি, অন্য কারো সে তো হতেই পারে না
দখিন হাওয়া বলে দেনা রে
সে আমায় ছাড়া থাকে কেমন করে।।

মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা
২১/০৪/২০১৬ ইং