(কবিতা/গান)

কত যে সাধনা ছিল তোমার আমার
দু’জনে আমরা হবো শুধই দু’জনার
তাই বিধাতা করলো কবুল মোদের বাসনা
তুমি আমার আমি তোমার হলাম কাঞ্চা সোনা
তুমি আমার আমি তোমার হলাম কাঞ্চা সোনা।

তোমাকে ছাড়া একদিন মোর যেন মরনের দিন
আমাকে ছাড়া একদিন কে বলে সে যে অর্বাচিন
তোমার আমার ভালোবাসা এখানেই শেষ না
জীবনে মরনে রবো আমরা সবাই বুঝবে না
তুমি আমার আমি তোমার হলাম কাঞ্চা সোনা
তুমি আমার আমি তোমার হলাম কাঞ্চা সোনা।

তোমার পেয়ে ধন্য আমি, আমার পেয়ে তুমি
দু’জন দু’জনার কত প্রিয় জানে যে অন্তর্যামী
মরন যদি আসেই আসুক ভয় তো করি না
পাশাপাশি থেকে দেখবো কোথায় মৃত্যুর ঠিকানা
তুমি আমার আমি তোমার হলাম কাঞ্চা সোনা
তুমি আমার আমি তোমার হলাম কাঞ্চা সোনা।

মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা
২১/৪/২০১৬ ইং