ভালোলাগা টুকু না দিতে পারলে
তোমার নিন্দা টুকু তো দিও,
হয়তো ভুলে গেছ তুমি জান না
তুমি তো আমার আজও প্রিয়,
ভালোলাগা টুকু না দিতে পারলে
তোমার নিন্দা টুকু তো দিও।।
তোমার নিন্দায় হয়ে নিন্দিত
তোমাকে করতে চাই অভিনন্দিত
তোমার সে মান শত অভিমান
তবু কেন যে কাঁদে অবুঝ প্রাণ
পারো তো তোমার চরণ ধুলি দিও,
ভালোলাগা টুকু না দিতে পারলে
তোমার নিন্দা টুকু তো দিও।।
আমার চোখে কোন ঘুম নেই
তুমি সারা নিশি জেগে থাক,
সুখ খুঁজ তুমি আমি দুঃখ করি ফেরি
যদি হযে থাকে দেরি মার্জনা করিও,
ভালোলাগা টুকু না দিতে পারলে
তোমার নিন্দা টুকু তো দিও।।
তুমি আর আমি কে কার জন্য
দু’টি মন জানে কেউ না জানুক
তুমি পদ্ম দীঘির শাপলা-শালুক
আমি অন্ধ্যকারে পিদিম আলোক
আমি তো তোমার হতে চাই না
পর জনমে তুমি আমার হইও
ভালোলাগা টুকু না দিতে পারলে
তোমার নিন্দা টুকু তো দিও।।