কি অবাক কান্ড!
দেখা নেই কথা নেই
নেই কোন পরিচয়,
দেখা হলেই বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
বেনারসি নেই তাঁর পরনে
অনেকটা দেখতে দিপালী গড়নে
মন চায় কথা বলি প্রান খুলে,
কাছে এসেই বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
মাথায় ইংলিশ টুপি একখান
হেকে বেড়ায় চার চাকা যান
গাড়ি থামিয়ে হঠাৎ নামে সে
সামনে এসেই বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
ঠক ঠক শব্দে হাই হিল পড়ে
হাটে মানুষ না অন্য বুঝা ভার
মন চায় পিছু ফিরে দেখি,
দেখা মাত্রই বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
হাতে পাঁচ-পাঁচটা দঁড়ি ধরে
সাথে কুকুর প্রতিদিন হাটায়
ঘন্টায় মজুরী দশ-বার ডলার,
কথা বলতেই বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
দুইজন প্রেমিক-প্রেমিকা জুটি
নেই বাধার বন্ধন গেছে টুটিি
এত উচ্ছল টলমল জানতে চাই,
টালমাটাল সুরে বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
প্রজাপতির পাখা ডানা পড়ে
ফুলকড়ি তালে তালে নৃত্য করে
ইচ্ছে করে আলতো করে স্পর্শ করি,
হাত বাড়াতেই বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
সে নাকি এখানে দক্ষ শ্রমিক
দুই বাংলায় সে বিশ্ব প্রেমিক
কোথায় সে হারালো প্রেম,
জানতে চাইলে বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
দেবীর মতো রূপ সেই দেবী
দেয়ালে দেয়ালে ছিল যার ছবি
একি তোমার ছবি জানতে চাই,
মুচকি হেসে বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
বয়স আঠার পার বলতে নেই
স্বাধীন চলতে গিয়ে হারায় খেই
শুরুতেই যৌবন প্রদীপ যায় নিভে,
এমন কেন বলতেই বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
বৃদ্ধ চলে একাকি ফুটপাতে কষ্টে
তিন চাকার সৌখিন যন্ত্রযানে
হয়তো থাকে কোন এক হোমে
বউ ছেলে মেয়ে’র খবর নাই
জানতে চাই, বলে হেসে! হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
ছেলে কি করে মায়ে জানে না
মেয়ে কি করে বাপে জানে না
সবার কেন যে এত আনন্দিত
ক্যানাডাবাসী মন্দ কি! হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
এ দেশ মার্কিন মুল্লুক, বাংলা নয়
সবই যার যার কেও পরাধীন নয়
স্বামী-স্ত্রীর দেখা মেলে বাসে, রেলে
বাড়ি যাবে চলে, কিস্তি না দিলে,
চাই জানতে বলবে, বলে কি? হায়!
আমি তো নিশ্চল দাঁড়িয়ে ঠাঁয়।
মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা
১১/১০/২০১৫ ইং