সংশয় ছিল হয়তো শুনবো না
সমবেত কন্ঠে কেউ গাইবে না
এসো হে বৈশাখ এসো এসো
মান অভিমান যাও সব ভুলে
চল দৃপ্ত পদে বৈশাখ যে পাশে।
কোন বটতলা ঐ হাটখোলা নেই
তাই কি! এসেছে প্রবাসেও বৈশাখ
শুধু নেই জননীর হাতে পাট শাক
আছে তো সরষে তেলে ভাঁজা
শুকনো মরিচ আর পান্তা ইলিশ।
আমি নাটাই হাতে নেই শুধু
ঐ বাংলার ঘুড়ি কি যে করি
কোথায় মঙ্গল যাত্রা চির চেনা
সেই রমনার বটমূল, উদীচী।
আটলান্টিকের এই পারে, দূরে
বহু দূরে প্রাচ্যের মার্কিন মুল্লুকে
উজ্জ্বল উচ্ছ্বল বৈশাখ বসে নেই
শুধু এশিয়ার ঐ গ্রাম বাংলায়।
এখানেও নারী-পুরুষের সাঁজ
মনে হয় কানাডা মোর ঐ বাংলা
যেথায় হাজার বাঙাুলর বসবাস
সিএন টাওয়ার আলো জলমল
ম্যাপেল বৃক্ষ হয় পল্লবে পল্লবিত
বাংলার বৈশাখ পৃথিবীময়, তাই।