খুব শখ ছিল খাঁচায় একটা কোকিলা পুষব
কুচকুচে কালো কোকিলা নেচে নেচে গান করবে
আমি বুঝে নিবো আমার বসন্ত বারোমাস!
কোকিলা খাঁচার ভিতর আনন্দ সংসার সাজাবে
দখিনা বাতাসে মেখে দিবে আদর সোহাগ
জমানার সুরে মাতিয়ে রাখব মনের বিহগ।
কোকিলা আমার নামে লিখে দিবে প্রেমের বিভাস
ঘুরে ফিরে খাঁচার পৃথিবী জুড়ে ফুটবে বেহেশতী সুবাস
আমি আর কোকিলা সুখের নামে লিখব খাঁচার গৌরব ইতিহাস।।
খাঁচা কিনে বুকের ভিতর রেখেছি যতনে— কিন্তু কোকিলা কোথায়?
বসন্তের হাওয়া ছাড়া কোকিলা কথা বলে না অন্য ঋতুর হাওয়ায়
কথা বলার কালে কোকিলা খুনী হয়— সেই ভয়ে কোকিলারে পুষি না খাঁচায়।