নদীগুলো চর হলো চেনা মানুষ অচেনা
ফুলের পৃথিবী মরুভুমির স্বপ্নের মিনা আঁকে
           ইথারের বুকে নাচে ধ্বংসের আমুদে সুর!


কথা আছে এসো নদী শোন— তোমার জলের বুক শুকালে সোহাগহীন
                                      আমার দু‘চোখ ঝর্ণা হয়ে ঝরে!