স্বাধীনতা আজ কামানের মুখোমুখি
অধিকার আজ বুলেটের সমান— মৃত্যুর নাম।
স্বাধিকার খামছে ধরেছে স্বৈরাচার!
সেবক সেজেছে শকুন, শাসক ভ্যাম্পায়ার
পুরানো ইতিহাসের নতুন নায়ক— কাঁপছে বাংলা,
কাঁদছে জনতা— মায়ের চোখ অশ্রু ভেজা
পুত্রশোকে চৈত্রের জমিন পিতার চোখের মনি
ভাই হারনোর আর্তনাদে আগুন ভাইয়ের কণ্ঠস্বর—
অথচ আমরা স্বাধীন! তবুও রক্ত ঝরছে বোনের
অস্ত্র হাতে কতক স্বদেশী কুলাঙ্গার। পা-চাটা কুকুরের মতন
গৃহে শুয়ে আছে বুদ্ধিজীবী শুয়োর— এমন তো কথা ছিলো না
আমরা মানব হায়েনা তাড়ানো জাতি। তবে কীভাবে বেড়েছে এমন পশু
আমরা তো এক একজন মুজিব— অপ্রতিরোধ্য কণ্ঠস্বরের
স্বৈরাচারে মাথা না নোয়ানো পুরুষের বীজে জন্ম আমাদের!
স্বাধিকার নিয়ে, অধিকার নিয়ে কোথায় সাহস পেলে এমন খেলার—
শোন স্বৈরাচার, এ বাংলার মাটি, এ বাংলার জল তোমার জন্য হারাম
তোমার পতন, দেশ-মাতৃকার জন্য আরাম।
আমরা বন্দুক চিনি, বুলেট বুকে নিতে জানি, কেউ নেই পথ রুখবার
যারা স্বাধীনতাকে করলো কামানের মুখোমুখি সময় এখন তাদের পালাবার।
১৯/০৭/২০২৪