নিকষ কালো রাতের ছায়া খোঁপায় দোলে মায়া
যমুনা জলে চাঁদের আলো রাতের বুকে ছায়া
প্রেমের আলো মায়ের মুখ; সোনার বেশ রূপের নেই শেষ।
হাজার গাঁয়ে সবুজ পাতা বনের বেড়া চতুর্দিকে ঘেরা
সব খেলাতে মনের জোর হিজল পাখা বেশ!
নদীর বুকে দারুণ মায়া রাখাল ছেলে চলছে ছুটে— আহা!
আমার গাঁয়ে রাত্রি হলে নিকষ কালো ওঠে জ্বলে মধুর রূপে সাজে
পাহাড় আঁকা বাঁশের ঝাড়, নদীর বুকে জল
সব ঘুমিয়ে তবুও খেলে— রূপের বাড়া মমতা মাখা কেশ
জোছনা শাড়ি পড়েছে মাঠ জলের ঘাট করছে খলবল
জল তো নয় হৃদয় খেলে রূপা যমুনা বেশ!
হাজার নয় বাজার নয় একটা বাংলাদেশ।।