আমাদের সময় এখন দারুণ! আহত পাখির যেমন ডানা
উড়াতে শূন্যের বুকে নেমে আসে ব্যাথার শীৎকার
আমাদের আকাশ আমাদের শহর ব্যাথার আধার
এখানে এখন খুনি করে খুনের বিচার, চোরে বন্দী করে চোর
নরম চেখের ঘাসেরা বিদ্রুপ নামে ছড়া লিখে
প্রতিবাদ তুলে দেয় ডোমেদের হাতে
অধিকার ছিনতাইকারী মিছিল নামায় অধিকারের ইরশাদে!
আমাদের এখানে এখন, দারুণ ধাঁধা, প্রতারণার ফুটন্ত গোলাপ
যে জানে না মিথ্যার মিছিল সে বড় অভাগা
বদলে গেছে রমণ ও রমণী ইথারে আবেগের ঘর
রাস্তায় অচেনা সব, সবাই সকলের পর!
বদলে গেছে নদী, বদলে গেছে চর
বদলে গেছে মানুষী স্বভাব, বদলে গেছে অভাবী পৃথিবী ও অভাব!
এখানে এখন শান্তির নামে যুদ্ধ নামে
এখানে এখন পতিতা পতিতাকে পতিতা বলে গালি দেয়
যুদ্ধবাজ দখলদার গলা উঁচিয়ে যুদ্ধের বিরুদ্ধে চেঁচায়!
এখানে এখন জটিল যুক্তির ধাঁধা
এখানে এখন কেউ কারো না!