ভাঙ্গতে চায় না তবু ভাঙ্গে তিলে তিলে সব ব্যাথা মিশে এসে হৃদয়ের মাঠে
যেখানে ঘাসের মতন অবুঝ হয়ে ওঠে দুঃখ তখন নীতির বোধ মাটির প্রতিমার মতন।
ক্রোধ-হিংসা-কামের জৌলুস রসনায় ডুবে যাচ্ছে সব আলো অন্ধকারের রোদে ক্লান্ত পৃথীবি!
মাটি শূন্য করে শূন্যের বুকের ‘পর বাসনার যতসব সাজাচ্ছো পূণ্যের নামে
ভেবেছ কী ভাড় ভাবনায় মাতোয়ারা তাত্ত্বিক জ্ঞানীর দল!