আষাঢ়ের দিন বলে জলের উড়াল
আকাশের বুক তাই ঢেকে আছে কালো মেঘে
মেঘে মেঘে খেলে খেলে নামে বাদলের ঢল
চারিদিকে জল ছলোছল— তাই দেখে কদমের শাখে
হাসে হলুদ পাঁপড়িদল।
জীবনের প্রয়োজনে নানা আয়োজন— থামে না তো কেউ
তবু মনবউ নেচে চলে বর্ষার মাতমে
নেচে নেচে যায় কতোদূরে— স্মৃতির নিরব দুয়ার খুলে তো দেয় ঢেউ!
আষাঢ়ের দিনে বর্ষাজলে রূপ ফুটে চারিদিকে
রূপজলে দেয় ডুব ক্ষুধার দু’চোখ— খোঁজে মনের খোরাক!
এই বেলা জলজের মেলা, নাচে হেলেদুলে
থই থই জলে মন দুলে সত্যিই অবাক!