গরু কি আর জানে— কোনটা আগাছা, কোনটা ফসলী
কোনগুলো তার কাঁধের জোয়ালে টানা লাঙ্গলের ফালি চিড়ে ওঠা
কৃষকের স্বপন মাখানো গাছ। যা দেখে তা ঘাস মানে আর খায়!
ভালো মন্দের চিন্তায় যদিও মশগুল নয়, তবু কষ্ট পেলে ঝরায় চোখজল।
আবার বোশেখে মাঠে চিরচিরে জল দেখে লেজ উচিয়ে ছুটে আনন্দ হাম্বায়
কৃষক তখন লাঙ্গলে নতুন ফাল লাগায় গরুর থাকে না সে খোঁজ।
আমিও গরু হয়ে যাই— আনন্দ মিছিলে ছুটি, ঘানি টানি...
আত্মহারা! হালাল-হারাম যা পাই হাতের নাগালে নিয়ে ছুটি, খেয়ে ফেলি
অথবা না চাইলেও কি ভালো-মন্দ ভাবতে পারি?