এই শহরে মানুষের লক্ষ,কোটি টাকা,
আমার পকেট পুরোটাই ফাঁকা।
এই শহরে মানুষের মস্ত বড় বাড়ি,গাড়ি,
আমার ওসব কিছু চাই না,শুধু চাই তোমায় নারী।
তুমি চাইলে সাত সমুদ্র তেরশত নদী দিবো পাড়ি,
তুমি চাইলে জগতের মোহ মায়া দিবো ছাড়ি।
জোর হাত করে খোদার কাছে চেয়েছি তোমায়
একান্তে নিভৃতে কেঁদে, জানি ফিরাবে না আমায়।
খোদার কাছে ফরিয়াদ আমার,তোমায় যেন পাই,
হাজার না পাওয়ার ভিড়ে,তোমাকে না পেলে জীবন বৃথাই।
একবার এসে দেখে যাও,কত সাজ-সজ্জা তোমার জন্য,
শেষ বেলায় তোমাকেই চাই, তোমায় পেলে জীবন ধন্য।
আমার বিশ্বাস তুমি ফিরবে,যেমন পাখি ফিরে নীড়ে,
তোমায় অপেক্ষায় বসে আছি লক্ষ প্রেমিকার ভিড়ে !