তুমি আমার নীল আকাশ।
অন্তরে বইছো হয়ে শীতল বাতাস।
তোমার জন্য দিতে পারি জান,
দিতে পারি এ জীবন কোরবান।
সারাদিন স্বপ্ন দেখি
সারারাত স্বপ্ন দেখি
স্বপ্নের ভেতর শুধু তোমাকেই দেখি।
তোমার ওই দুটো হরিণ চোখ
যেন শুভ্র সাদা বকের পলক,
তোমার ওই টুকটুকে লাল ঠোঁট
ফিরে পাই সৃষ্টির যত লোপট।
তোমার হাসি ভরা মায়া-জড়া মুখখানি
আমার এ হৃদয় ছুঁয়ে রাখে সারাদিনই।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি,
আধার রাতে স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখে পূর্ণিমা রাতে,
বাঁচতে চাই তোমার সাথে।
তুমি মানেই তুমি শুধু তুমি
তাই শুধু তোমাকেই চাই আমি!