তুমি চাইলেই এনে দেবো তেরো শত নদী,
এনে দেবো সাত সমুদ্র ভালোবাসো যদি!
তুমি চাইলে এনে দেবো আকাশের তারা,
এনে দেবো তোমায় আকাশ পাতাল ধারা!
তুমি চাইলে এনে দেবো আকাশের চাঁদ,
যদি বলো ভালোবাসো অন্য সবই বাদ।
তুমি চাইলেই তোমায় এনে দেবো সোনার বাংলাদেশ।
যদি বল আমায় ছাড়া থাকতে পারবে না দন্ডবিশেষ।
তুমি চাইলেই এনে দেবো বিশ্বময়ী তোমায়,
সব উপেক্ষা করে ভালোবেসে যাবে আমায়?
তুমি চাইলে এনে দেবো তোমায় বিশ্বময়ীর মাটি, ভালোবাসবে আমায় খাঁটি সোনার চেয়েও খাঁটি?
তুমি চাইলেই তোমায় এনে দেবো ডুমুরের ফুল।
যদি বলো কখনো আমায় বুঝবে না তো ভুল!
তুমি চাইলেই থামিয়ে দেবো ঘড়ির কাঁটা যখন তখন।
বল তুমি আমায় ছেড়ে যাবে নাতো নদীর ভাটার মতন?
যদি বলো ভালোবাসো আমায় তুমি পরান ও দিয়া,
তুমি চাইলেই তোমায় ছিঁড়ে দেবো আমার এ হিয়া।
কবিতাটি আমি উৎসর্গ করছি,
আমার ছোট খালামণি "নুপুর আক্তার মিনারা কে!"