তুমি আসবে বলে,
আমি কয়েকশত পেজের খাতা ও কলম নিয়েছি হাতে।
তুমি আসবে বলে,
তোমার কথা ভেবে দুচোখে ঘুম নেই,সকাল বিকেল রাতে।
তুমি আসবে বলে,
খাতার উপরে কলম ঘুড়াই, শক্ত হাতে ধরি কলম,
তুমি আসবে বলে,
আনন্দে আত্মহারা হয়ে,নতুন তবু লেখেনা কলম।
তুমি আসবে বলে,
জোর গালাগালি করে কলমের উপর করি যুলম,
বিস্ময় নিয়ে হাপিয়ে উঠে, নিচে পরে যায় কলম!
তুমি আসবে বলে,
খাতার পাতাগুলো ডাগর চোখে তাকিয়ে থাকে
আমার দিকে!
তুমি আসবে বলে,
তোমার পথের দিকে চেয়ে থেকে,চোখের জ্যোতি
হলো ফিকে।

বড় ভয়!তুমি পথ ভূলে যাবে নাতো অন্য পথে চলে?
প্রকৃতি আমায়, হঠাৎ কি জানি কি ফিস ফিস করে বলে।

তুমি আসবে বলে,
খাতার পাতা আর কলম মারামারি করে,
কে তোমায় আগে,নিতে পারে বরণ করে।
তুমি আসবে বলে,
হৃদস্পন্দে ধরিয়াছে কম্পন,আমার অনুভূতি সব ঢেলে,
বরণ ডালা সাজিয়েছি, প্রিয়তমা তুমি আসবে বলে।