আঠারো বছর পরে,
বন্ধু পেলাম তোমায় ধারে।
বন্ধু তুমি, কোথায় ছিলে?
আমায় এথায় ফেলে?
বন্ধু তুমি ফিরে চলো,
আমার সঙ্গে যাবে বলো।
বন্ধু তুমি কি,জানো? অশ্রু ফেলেছি
কতটা তোমার তরে।
তুমি তো ছিলে বন্ধু আমায় ভূলে,
এতটা কাল ধরে।
বন্ধু তোমায় নিয়ে, বাধবো সুখের ঘর।
কথা দিলাম,বন্ধু তোমায় কখনও করবোনা পর।