বাংলা আজ ধ্বংস,দ্রব্যমূল্যের
ঊর্ধ্বগতির ফল।
সোনার হরিণ হারিয়ে আজ
গরিবের চোখে জল।
কাঁদো বাঙালি, আপন মানুষ
চিনতে করেছো ভুল।
এখন তোমায় রক্ত- ঘামে দিতে
হবে ভুলের মাশুল।
আবেগ দিয়ে করলে কাজ,বিবেক
দিয়ে করলে না,
ক্ষমতার কাছে সব হারালে সময়
থাকতে বুঝলে না।
বক্ষে ধরুক পচন,অনাহার-কষ্টে না হয়
কাটাও কিছুটা সময়।
করেছে যাহা সবই গিয়েছ ভুলে,অকৃতজ্ঞ
তোমাদের জন্যে ভয়,
যদি একাত্তরের নরপিশাচেরা বাংলা
দখল করে নেয়,
কাক আর কুকুর মৃত মানুষের লাশ খাবে,
আমার বড় ভয় হয়।
আমায় তোমরা দালাল বলো, ফ্যাসিস্ট
স্বৈরাচার কিংবা খুনি।
বাংলাদেশের আকাশ - বাতাস জুড়ে,
তার ভালোবাসার বীজ বুনি।
আমার এই দেহে আছে যতদিন প্রাণ,
গেয়ে যাবো তার গান।
রাজপথের ধুলো - ঘামে লেখা কাব্য
শেখ হাসিনা তার নাম।
ইতিহাস লিখলে কেউ,লিখে দিয়ো,আমি
শেখ হাসিনার সৈনিক ছিলাম।