এই রমনার পার্কেতে,
কৃষ্ণচূড়ার পাতার ফাঁকেতে,
লেগে আছে যাদের রক্ত।
এই তপ্ত দুপুর বেলার অক্ত,
শপথ করছি, রক্ত মাখা মাটি ছুঁয়ে,
আটচল্লিশ থেকে একাত্তরে যারা জীবন দিয়ে
রেখে গেলো স্বাধীন দেশ, বাংলাদেশ।
তাদের স্মৃতি স্মরণ করবে প্রতি পদে
সোনার দেশ, বাংলাদেশ।

সালাম সালাম হাজার সালাম,
যাদের রক্তে লেখা বাংলাদেশ নামের নতুন কালাম।
অন্যায়, নিপীড়ন- শোষণের সব বাঁধা পেরিয়ে,
বাংলা ভাষা, মাতৃভাষার মিছিলে যারা ছিলো এগিয়ে,
রেখে গেলো মধুর ভাষা,মাতৃভাষা, বাংলা ভাষা।
তাদের স্মৃতি স্মরণ করবে,পূরণ করবে মনের আশা।

ন' মাস ধরে যুদ্ধ করে, মাকে ছেড়ে , বোনকে ছেড়ে
প্রাণ দিলো যারা বীরের বেশে,
দেশকে ভালোবেসে, দেশের জন্য প্রাণ দিয়ে পড়লো
তারা বধ্যভূমি তে শেষে।
প্রতিটা শহীদ রেখে গেলো শেষে,আপন দেশ
বাংলাদেশের সম্মান।
তাদের স্মৃতি স্মরণ চিরকাল ইতিহাসের পাতায়
থাকবে অম্লান।
সালাম সালাম হাজার সালাম,
যারা জীবন দিয়ে লিখে গেলো
স্বাধীন বাংলাদেশের নাম।

নবাগত তোমাদের জন্য লেখা এই কবিতা,
এই আমার স্বাধীন দেশের ইতিহাস।
এই ইতিহাস মুছতে যদি কখনো উদ্যত হয় হানাদার,
ওদের ঠিকানা পাকিস্তান তোমরা বুঝিয়ে দেবে
তোমাদের প্রতি এই আমার দৃঢ় বিশ্বাস!