প্রমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল।

প্রমাদ, প্রমাদ, প্রমাদ।
বিবেক-বোধ, জ্ঞান আছে যার,মানুষ তারে বলে।
রোজ মানুষ কত শত কাজ করিয়া থাকে ভুলে।
অবশেষে বুঝিতে পারিয়া, মাথায় টনক নড়ে,
বলে,আমি একি করিলাম,সারাটি জনম ভরে।

প্রমাদ, প্রমাদ, প্রমাদ।
বিবেক - বোধ,জ্ঞান মানুষের আছে,
তবুও তার জীবন কেনো যায় মিছে?
ভুল করে ভূলের প্রায়শ্চিত্ত করবেনা,
খোদার কাছে হাত তুলবে, তাও না।
একদিন হঠাৎ ডাক এসে যাবে, মৃত্যু এসে
কড়া নাড়বে দরজায়,
সময় থাকতে ভুলগুলো শুধরে নিয়ো ভাই,
পরকালের ভয় করো ভয়।
মানুষের মত মানুষ হইলে,একূল-ওকূল দুই
কুলেই মিলিবে মুক্তি
পাপের বোঝা মাথায় নিয়ে,খোদার কাছে
চলবে না কোনো যুক্তি।

প্রমাদ, প্রমাদ, প্রমাদ।
আমি অতি নগণ্য,জীবনে করিয়াছি কত শত ভূল।
প্রভু ক্ষমা করো,শান্তি দাও মোরে একুল - ওকুল।