আমি পদ্মা পাড়ের ছেলে।
আমি পদ্মা নদীর মেয়ে।
আমরা দুজন ভিড়বো মানুষের ভীড়ে,
এই পদ্মা নদীর পাড়ে।
জেলেরা যায় মাছ ধরতে, পদ্মা নদীর পাড়ে ,
আমরা দুজন, ভিরবো এই পদ্মা নদীর তীরে।
মাঝি তার পাল টেনে দেয়, মন ছুটে যায় যেথায়।
আমরা দুজন, ভিড়বো এই পদ্মা পাড়ের ছায়!
পদ্মা নদীর আরেকটি নাম কীর্তিনাশা জানি
তবু তার বুকেতে ফিরিতে চাই এই আমাদের বানী।
পদ্মা নদী নিয়েছে কত মা-বোনের প্রাণ।
তার বুকেতে আমরা দুজন বাধিতে চাই বান।
পদ্মা নদী ভেঙেছে কত বাড়ী আর ঘর।
তবু সে আমাদের আপন, নহে সে পর।